খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাক্ষান

মে ৫, ২০১৩

imagesঢাকা জার্নাল: স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আলটিমেটাম সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন।
রোববার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ কোনোদিনই কারো কোনো আলটিমেটাম গ্রহণ করেনি। এবারও গ্রহণ করা হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনোদিনই একদলীয় নির্বাচন করেনি। আওয়ামী লীগ ভবিষ্যতেও এক দলীয় নির্বাচন করবে না।

শনিবার শাপলা চত্বরে খালেদা জিয়া বক্তৃতা সম্পর্কে তিনি বলেন, তার ভাষণে অনেক মিথ্যাচার করেছেন। দেশের মানুষ বিএনপি ও খালেদা জিয়ার ইতিহাস জানে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান চায়। কিন্তু অত্যন্ত দু:খজনক খালেদা জিয়া আলটিমেটাম প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব নাকচ করেছেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “বিএনপি ৯৬ সালে এক দলীয় নির্বাচন করেছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশ জুড়ে ছিল সেনাবাহিনী। তারপরেও মানুষ সেদিন ভোট দিতে আসেনি। নির্বাচনে ৭০ জন মানুষকে গুলি হত্যা করেছে। ৩০ ভাগের বেশি মানুষ ভোট দেয়নি। ২০০১ সালের নির্বাচন নিয়ে আমাদের অনেক অভিযোগ ছিল। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যেখাবে সামরিক বাহিনীকে ব্যবহার করেছে। তা পাক-বাহিনীর বর্বরতাকে হার মানিয়েছে। রাতের বেলা সেনাবাহিনী গ্রামের পর গ্রাম আক্রমণ করেছে। তারপরও আমরা নির্বাচন থেকে সরে যায়নি।”

সৈয়দ আশরাফ বলেন, “হেফাজতে ইসলাম রাজাকার-আল বদরের নতুন প্রজন্ম। আমরা তাদের ঢাকায় সমাবেশ করতে দিয়েছি, এরপর ঘর থেকেই বের হতে দেব না।”

ঢাকা জার্নাল,  মে ৫, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.