কোটি টাকার আমদানি পণ্য ছাই
ঢাকা জার্নাল: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে কোটি কোটি টাকার আমদানি পণ্য আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামের আমদানি শাখায় আগুন লাগে।
আগুন লাগার পর কাপড়, সূতা, ওষুধ তৈরির কাঁচামাল, বিভিন্ন ধরনের কাঁচামাল বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কার্গো গুদামের উত্তর পাশের কুরিয়ার সার্ভিসের মালামাল রাখার স্থান থেকেই প্রথম ধোঁয়া ও আগুন বের হয়। আর এর ঠিক পাশের আনসার সদস্যদের একটি ক্যাম্প রয়েছে। ধারণা করা হচ্ছে এখান থেকেই আগুনের সূত্রপাত।
এ বিষয়ে মিডল্যান্ড কুরিয়ার সার্ভিসের এক কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি বলেন, “এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। কোটি কোটি টাকার মাল পুড়ে গেছে।”
গুদামের পাশে আনসার ক্যাম্পে রান্নার ব্যবস্থাও রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে দায়িত্বরত কেউই কিছু বলছেন না। বিমানের কার্গো বিভাগের মহাব্যবস্থাপক আলী আহসানের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান দুপুর ১টার দিকে তিনি বিমানবন্দরে আসেন।
ঢাকা জার্নাল, এপ্রিল ৫, ২০১৩