ঢাকা জার্নাল : ইন্ডিয়ান ওয়েলস টাইটেলের সেমিফাইনালে উঠেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও জিম্বাবুইয়ান টেনিস তারকা কারা ব্লাক জুটি। কোয়ার্টার ফাইনালে এই জুটি রাশিয়ান ইকাতেরিনা মাকারোভা এবং ইলিনা ভেসনিনাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।
পঞ্চম সিডেড সানিয়া মির্জা ও ব্লাক জুটি ৬-৪, ৬-১ সেটে বুধবার জয় পায় মাকারোভা ও ইলিনা জুটিকে।
এদিকে ছেলেদের এককে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী ভাভরিঙ্কা বিদায় নিয়েছেন। বিদায় নিয়েছেন অ্যান্ডি মারেও। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের কাছে ৭-৬ (১), ৪-৬ ও ৬-১ সেটে হেরে বিদায় নেন ভাভরিঙ্কা। অন্যদিকে মারে ৪-৬, ৭-৫ ও ৬-৩ সেটে কানাডার মিলোস রাওনিকের কাছে হেরে বিদায় নেন।
ঢাকা জার্নাল, মার্চ ১৩, ২০১৪।