আত্মগোপনে এরশাদ

ডিসেম্বর ৩, ২০১৩

ershad rashed (3)দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরে নিজেকে আত্মগোপনে রেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।  

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসা-যাওয়া ছিল রহস্যজনক।সবসময় লাল পাজারোতে গার্ডসহ আসলেও এই অনুষ্ঠানে আসে তার ছেলে এরিকের ব্যবহৃত  গাড়ি নিয়ে। সংবাদ সম্মেলনে শেষে সাংবাদিকদের সাথে কোনো কথা না বলেই একটি কালো জীপ যোগে দ্রুত সংবাদ সম্মেলন স্থল ত্যাগ করেন। ফিরে যাওয়ার এক ঘন্টার পর তার নিজের বাসা বারিধারা প্রেসিডিয়াম পার্কের বাসায় তার গাড়ি ফিরলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত  তিনি বাসায় ফেরেননি।
এরশাদের ঘনিষ্ট একটি সূত্রে জানা গেছে, তিনি নিজেকে সরকারের নানামুখী চাপের কারণে আত্মগোপনে রাখতে বাধ্য হয়েছেন। আবার তার পরিচিত ও কাছের  কেউ কেউ বলছে বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতার সাথে কোনো যোগাযোগ করার জন্য নীরবস্থানে গিয়ে তা করছেন।
একই সাথে এরশাদ নিজের ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রেখেছে। তাকে বার বার  ফোন দিয়েও পাওয়া যায়নি।
তার নির্ভরযোগ্য কয়েকজন বলছেন, এরশাদ নিজের কিছু ব্যক্তিগত কাজেই ঢাকাতে আছেন।
ঢাকা জার্নাল, ডিসেম্বর ৩, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.