শিক্ষা-সংস্কৃতি

২০১৯ সালের ডিগ্রি পাস ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার  (৩০ ডিসেম্বর) এই ফলাফল প্রকাশ করা হয়। সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়, এ সারাদেশে মোট ৭০২টি কেন্দ্রে ১ হাজার ৮৭৭টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ সর্বমোট ১ লাখ ৯০ হাজার ৪৯১ জন পরীক্ষায় অংশ নেন। এতে ১ লাখ ৮০০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় উত্তীর্ণের হার ৭৯ দশমিক ৫৬ শতাংশ।

যেকোনও মোবাইল  থেকে মেসেজ অপশনে গিয়ে NU<space> DEG <space> ROLL. No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/result) থেকে ফলাফল পাওয়া যাবে।