স্বাস্থ্য

হঠাৎ শনাক্তের হার বেড়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৯৯ শতাংশ। অনেক দিন ধরে শনাক্তের হার ০ দশমিক ৮০ শতাংশের নিচে থাকলেও আজ তা প্রায় ১ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ১৩১ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন।

সোমবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ১৫৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪ হাজার ৩২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩২৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৫০ হাজার ৭২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৯৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮১ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।