রাজনীতিসংবাদ শিরোনামসব সংবাদ

‘সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি মূল্যায়ন করছে’

df

সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি মূল্যায়ন করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেছেন, কি করা দরকার সেটি নিয়েও ভাবছে। আজ রবিবার বিকেলে রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘কালের কষ্টিপাথরে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনায় সাম্প্রতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখা না রাখা নিয়ে বিভিন্ন বক্তার আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন। এ এইচ মাহমুদ আলী বলেন, তাদের (পাকিস্তানের) সঙ্গে সম্পর্ক—আমরা অবশ্যই সেটা অ্যাসেসমেন্ট করছি, মূল্যায়ন করছি। কি করা দরকার, সেটিও ভাবছি। কিন্তু সম্পূর্ণ জিনিসটা একটি চলমান প্রক্রিয়া। পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ১৯৭১ সালের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন। তাঁর ভাষা অতটা শক্ত ছিল না, কিন্তু তিনি ক্ষমা চেয়েছিলেন। আসমা জাহাঙ্গীর, হামিদ মীরসহ পাকিস্তানের অনেক বিশিষ্ট নাগরিকও যুদ্ধাপরাধের বিষয়টি স্বীকার করেছেন। এখনতো এসব বলে লাভ নেই যে তারা কিছুই করেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.