শিক্ষা-সংস্কৃতি

সরকারি হলো লালমাটিয়া মহিলা কলেজ

ঐতিহ্যবাহী লালমাটিয়া মহিলা কলেজকে সরকারি করা হয়েছে।  মঙ্গলবার (৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন ‘লালমাটিয়া মহিলা কলেজ’ গত ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে সরকারি করা হলো।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার।  পর্যায়ক্রমে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হয়। এর ধারাবাহিকতায় সর্বশেষ মঙ্গলবার (৪ জানুয়ারি) লালমাটিয়া মহিলা কলেজ।