সব সংবাদ

শিয়া সম্প্রদায়ের উপর বোমা হামলার প্রতিবাদ – ছাত্র ইউনিয়নের

গতকাল ইসলাম ধর্মমতাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান আশুরা উপলক্ষে হোসনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল করার প্রস্তুতিকালীন সময়ে উগ্র ধর্মীয় জঙ্গী গোষ্ঠীর বোমা হামলার ঘটনায় নিহত একজন ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিলানী শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, রাষ্ট্র আজ জাতিগত শোষণ ও নিপীড়ন যন্ত্রে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন রাষ্ট্রে আজ ধারাবাহিকভাবে একের পর এক সাম্প্রদায়িকতার ঘটনা ঘটছে। রাষ্ট্রের ভূমিকা এসব বিষয়ে বরাবরই নির্লিপ্ত যা হামলাকারী সন্ত্রাসীদের পরোক্ষভাবে মদদ বা প্রশ্রয় প্রদান করে। ইতোপূর্বে শারদীয় দূর্গোৎসবের সময় সমগ্র দেশে বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর করা হয় এবং প্রতিমা ভাংচুরের সঙ্গে সরকার দলীয় সংগঠন সমূহের পরিচয়ধারী ব্যক্তিদের যোগসাজশের প্রমান পাওয়া গেছে। এই ভূখ-ের জনগণের ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস। ধর্ম আজ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ করতে না পারলে এই রাষ্ট্রে কোনো সম্প্রদায়ের নিরাপত্তা রাষ্ট্রের পক্ষে নিশ্চিত করা সম্ভবপর হবে না। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রতিটি সাম্প্রদায়িক হামলার নির্মোহ তদন্ত-বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলেই আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের মাধ্যমে সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করা সম্ভব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.