লাইফ স্টাইল

বাংলাদেশে সমকামিতা বৈধ হবে কিনা!

downloadঢাকা জার্নাল: বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে শুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের শুনানির এক আগাম প্রশ্নে যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ড বাংলাদেশে সমকামিতার বৈধতার বিষয়ে জানতে চেয়েছে।

`ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ` (ইউপিআর)-এর আওতায় এ শুনানিতে বাংলাদেশের শুনানির ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগাম প্রশ্ন পাঠানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটেও প্রশ্নগুলি রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও পররাষ্ট্র সচিব শহিদুল হক জেনেভায় পৌঁছেছেন।

এ শুনানিতে অংশ নিতে বেশ কিছু মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশ থেকে এরই মধ্যে জেনেভায় গেছেন।

যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, মেক্সিকো, মন্টেনেগ্রো, লিয়েচটেনস্টেইন, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র প্রভৃতি দেশ থেকে প্রশ্নগুলি পাঠানো হয়েছে।

যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ড থেকে প্রশ্ন করা হয়েছে, দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলোপ করে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য না করার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের আছে কি?

ওপরে উল্লিখিত দেশগুলোর অধিকাংশই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, মানবাধিকার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নারীর প্রতি সহিংসতা ও রোহিঙ্গা শরণার্থী নিয়ে প্রশ্ন করেছেন।

তবে সাভার ট্র্যাজেডির পর শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে ব্যাপক প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন।

ঢাকা জার্নাল, এপ্রিল ২৮, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.