শিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে ২০২০ সালের কলকাতা বইমেলা

ঢাকা জার্নাল: ২০২০ সালে কলকাতায় অনুষ্ঠিতব্য বইমেলা উৎসর্গ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ‘মুজিববর্ষ’। ঢাকা ছাড়াও দিল্লি, কলকাতা ও আগরতলা, লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও ও মস্কোতে পৃথক অনুষ্ঠান আয়োজন করা হবে।
মুজিববর্ষ আয়োজক কমিটির প্রধান কামাল আব্দুল নাসের দ্য হিন্দুকে বলেন, ‘২০২০ সালের কলকাতা বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে। যৌথভাবে বই প্রকাশ হবে, সংবাদ সম্মেলন হবে। এছাড়া আয়োজন করা হবে সেমিনারও। তৈরি হবে যৌথ প্রামাণ্যচিত্র। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দায়িত্বরত ভারতীয় সাংবাদিকদের তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হবে।
ঢাকা জার্নাল, নভেম্বর ১৫, ২০১৯