Leadসংবাদ শিরোনাম

নিলয় হত্যার দায় স্বীকার

tmp_NCN_BANGLAঢাকা জার্নাল: ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (এআইকিউএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। হত্যাকাণ্ডের পর ansar.al.islam.bd @gmail. com ইমেইল ঠিকানা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি।

এরপর সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ০১৬২৯১০৯৭২০ নম্বর থেকে বিভিন্ন গণমাধ্যমে ফোন করে নিজেকে মুফতি আব্দুল্লাহ দাবি করে ইমেইলটি পৌঁছেছে কিনা তা জানতে চান ওই ব্যক্তি। আজ দুপুর ১টায় একটি ‘অপারেশন’ চালানো হয়েছে বলেও জানান তিনি।

ওই মেইলের প্রেরক হিসেবে আনসার আল ইসলামের মুখপাত্র মুফতি আব্দুল্লাহ আশরাফের নাম লেখা রয়েছে। মেইলটিতে বলা হয়, “আনসার আল ইসলাম (আল কায়েদা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা) এর মুজাহিদিনরা হামলা চালিয়ে আল্লাহ তা’আলা ও তার রাসুলের দুশমন নিলয় চৌধুরীকে হত্যা করেছেন। শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ওই অপারেশন সম্পন্ন হয়।”

Niloyএতে বলা হয়, ‘আল্লাহর রাসুলের সম্মান রক্ষার্থে প্রতিশোধমূলক ওই হামলা চালানো হয়েছে।’ বিবৃতিতে হুমকি দিয়ে বলা হয়, ‘ আমরা আল্লাহ ও তার রাসুলের নিকৃষ্টতম দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা এদের ও তাদের সঙ্গীদের ধ্বংস করতে সর্বশক্তি প্রয়োগ করবো। হে মুসলিম উম্মাহ আমরা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই সন্তানদের ধমনীতের রক্ত প্রবাহিত হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসুলের শত্রুদের ওপর হামলা চলতেই থাকবে।’

বিবৃতির শেষে বলা হয়, ‘যদি তোমাদের বাক স্বাধীনতা কোনও সীমানা না মানতে প্রস্তুত থাকে তবে তোমাদের হৃদয় যেন আমাদের চাপাতির স্বাধীনতার জন্য উন্মুক্ত থাকে।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘ব্লগায় নিলয় হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে। আনসার আল ইসলামের দায় স্বীকারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকা জার্নাল, আগস্ট ৭, ২০১৫।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.