Leadস্বাস্থ্য

দেশে আজ করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৯৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ২৯৯ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৪৯১ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৮০ জন এবং শনাক্ত ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জন। শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৮৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৯ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনা পরীক্ষায় ১৩ দশমিক ৬০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ০৪ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।