ঢাকাসংবাদ শিরোনামসব সংবাদ

জানুয়ারিতে চার দেশে যান চলাচল শুরু: সেতুমন্ত্রী

03আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) চার দেশের মধ্যে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যান চলাচল শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পবিরহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালি সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বরে সড়ক সংস্কার ও অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন করে জানুয়ারিতে চার দেশের মধ্যে যান চলাচল শুরু করতে পারবো। যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যান চলাচলের বিভিন্ন বিষয়াদি চূড়ান্তকরণে আগামী ৩-৪ ডিসেম্বর কলকাতায় এ সংক্রান্ত সভায় মাশুল, নিরাপত্তা ইত্যাদি ঠিক করা হবে।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দেশের সড়ক যোগাযোগের উদ্যোক্তা জানিয়ে মন্ত্রী বলেন, দেশ ও জাতির স্বার্থে এই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। জনসাধারণকে ভোগান্তির জন্য করা হচ্ছে না। এটা স্থাপিত হলে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ। ভারত সরকার নেপালের ওপর অনানুষ্ঠানিক অবরোধ আরোপে সড়ক যোগাযোগে কোনো বাধা হবে না বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান মন্ত্রী। ১-৩ নভেম্বর ভারত কার্গো ট্রায়াল রান সম্পন্ন করেছে। ট্রায়াল রানে ২টি গাড়িতে ৪ জন সদস্য অংশ নেন। বাংলাদেশ চলতি মাসেই ট্রায়াল কার্গো রান পরিচালনা করবে। এ লক্ষ্যে মনোনীত অপারেটর মেসার্স নজরুল ট্রান্সপোর্ট এজেন্সি প্রস্তুতি নিয়েছে বলেও জানান মন্ত্রী।   ওবায়দুল কাদের জানান, ১৫ নভেম্বর র‌্যালির যাত্রা শুরু করা এই র‌্যালি ১৮ দিনব্যাপী ৪ হাজার ২২৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ইতিমধ্যে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার অতিক্রম করে সিকিমের রাজধানী গ্যাংটক শহরে অবস্থান করছে র‌্যালি। ভারত সরকারের মনোনীত র‌্যালির আয়োজক প্রতিষ্ঠান কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাবের ২০টি গাড়িতে বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতের প্রায় ৮০ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিবের নেতৃত্বে এনবিআর, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিসি, এফবিসিসিআই এবং সাংবাদিক প্রতিনিধিরাও রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.