লাইফ স্টাইল

খুশকি দূর করতে যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে

শীত আসলেই রুক্ষতায় খুশকির প্রকোপ আরও বেড়ে যায়। এতে চুল যেমন দ্রুত ঝরে পড়ে, তেমনি প্রাণহীন হয়ে ভাঙতেও শুরু করে চুল। শীতে খুশকি থেকে রেহাই পেতে তাই ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।

কেন ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল?

অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ ক্যাস্টর অয়েল শুধু খুশকিই দূর করে না, পাশাপাশি নতুন চুল গজাতেও এটি কার্যকর। নিয়মিত ব্যবহার করলে বাড়ে চুলের বৃদ্ধি। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেল চুলে পুষ্টি সরবরাহ করে, চুল রাখে ঝলমলে প্রাণবন্ত। মাথার ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতেও এর একটি ভূমিকা রয়েছে। তবে চটচটে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতি মেনে।

যেভাবে ব্যবহার করবেন

ক্যাস্টর অয়েল সরাসরি চুলে না লাগানোই বেশি ভালো। অলিভ অয়েল এবং নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগাতে পারেন। দুই চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে দুই চামচ নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে চুলে ব্যবহার করুন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। একটি তোয়ালে গরম পানিতে ডুবিয়ে ১০ মিনিট মাথায় জড়িয়ে রাখুন। এরপর আধা ঘণ্টা অপেক্ষা করে গোসল করে ফেলুন। অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

সম্ভব হলে রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন চুলে। খুশকি দূর হবে এবং চুল পড়াও কমে যাবে।