স্বাস্থ্য

করোনা: দুই কোটির বেশি মানুষ তথ্য নিয়েছে মোবাইল ফোনে

করোনাবিষয়ক স্বাস্থ্যসেবা নিতে এ পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরে বিভিন্ন ফোন নম্বরে মোট ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার ২৯৪টি কল করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোবাইল ফোনে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩ নম্বরে করোনা বিষয়ে ফোন কল গিয়েছে দুই হাজার ৮২৬টি, আর এই নম্বরে এখন পর্যন্ত ফোন কল গিয়েছে ৮৪ লাখ ৪০ হাজার ১২০টি।

সরকারের জাতীয় তথ্যসেবা-৩৩৩ নম্বরে গত ২৪ ঘণ্টায় ফোন কল গিয়েছে চার হাজার ৫৩৪টি, আর এখন পর্যন্ত কল গিয়েছে এক কোটি ৪৪ লাখ এক হাজার ৬৬৭টি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর ১০৬৫৫ নম্বরে গত ২৪ ঘণ্টায় ফোন কল গিয়েছে ১১৫টি, আর এখন পর্যন্ত কল গিয়েছে তিন লাখ ৪০ হাজার ৫০৭টি।

বিজ্ঞপ্তিতে অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ( এমআইএ) এর সূত্র থেকে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অধিদফতর থেকে কোভিড-১৯ সংক্রান্ত টেলিমেডিসিন সেবা নিয়েছেন তিন হাজার ৩৫৮ জন, আর এখন পর্যন্ত টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিয়েছেন ছয় লাখ ৩০ হাজার ৭১ জন।