শিক্ষা-সংস্কৃতিসব সংবাদ

করোনাক্রান্ত প্রাথমিকের ৭০০ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, মৃত্যু ২০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৯ জন শিক্ষকসহ মোট ৭০০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আর ১৭ জন শিক্ষকসহ মোট ২০ জন কর্মকর্তা-কর্মচারী। রবিবার (১৬ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতরের করোনা ভাইরাসের বিস্তার রোধ সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানা গেছে।
অধিদফতরের নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে ইতোমধ্যে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে ১৩টি নির্দেশনা জারি করেছে। স্বাস্থ্য বিভাগের ওই গাইডলাইন অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে ১৬টি নির্দেশনা জারি করে। এরপরও প্রাণঘাতী করোনাভাইরাসে ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন ৭০০ জন আক্রান্ত হন। এদের মধ্যে ৯০ জন কর্মকর্তা, ৪৮ জন কর্মচারী, ৫৩৯ জন শিক্ষক এবং শিক্ষার্থী আক্রান্ত হয়েছে ২৩ জন। শিক্ষকসহ মারা গেছেন ২০ জন কর্মকর্তা-কর্মচারী। এদের মধ্যে দুই জন কর্মকর্তা, একজন কর্মচারী এবং ১৭ জন শিক্ষক রয়েছেন।