uncategory

গরম হচ্ছে পৃথিবী!

Global-Warming-effectsjpg.img_assist_custom-600x450ঢাকা জার্নাল: গরম হচ্ছে পৃথিবী। এর আগে পৃথিবী আসলে কখনো এত গরম ছিল না৷ মানবজাতির ইতিহাসে কখনো এমন উত্তাপ দেখা যায় নি৷ অনেক হিসেব-নিকেশ করে সম্প্রতি গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন৷

বেশ বড় আকারে এই গবেষণা চালানো হয়েছে৷ এর জন্য প্রথমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৭৩টি জায়গা থেকে জীবাশ্ম সহ কিছু বস্তু সংগ্রহ করা হয়েছিল৷ তারপর সেই সব তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর তাপমাত্রার একটা ইতিহাস রচনা করেছেন বিজ্ঞানীরা৷ মোটামুটি ১১,০০০ বছর আগে শেষবার ‘আইস এজ’ আসার পর থেকে আজ পর্যন্ত জলবায়ুর বিবর্তনের দিকে বেশি নজর দেওয়া হয়েছে৷

এই গবেষণার ফল বেশ চমকপ্রদ৷ তাতে দেখা যাচ্ছে, গত ৮০ বছরে পৃথিবীর উত্তাপ অবিশ্বাস্য গতিতে বেড়ে গেছে, যেমনটা তার আগের ১১,৩০০ বছরে দেখা যায় নি৷ আগামী কয়েক দশকে এই প্রবণতা আরও দ্রুত হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তাঁরা৷ গ্রিনহাউস গ্যাস নির্গমন সম্পর্কে যত মতভেদই থাকুক না কেন, প্রতিটি মডেলেই এই বাস্তব চিত্র ফুটে উঠছে৷

এতদিন ধারণা করা হতো, শুধু গত ২,০০০ বছর ধরেই তাপমাত্রা বেড়ে চলেছে৷ এবার ১১,০০০-এরও বেশি বছরের বিবর্তন বিশ্লেষণ করে আরও বড় একটা চিত্র পাওয়া গেল৷ আরও জানা গেছে, গত ৫,০০০ বছরের হিসেব অনুযায়ী তাপমাত্রা একদিকে ০.৮ শতাংশ কমেছে বটে, কিন্তু গত ১০০ বছর ধরে তা আবার হু হু করে বেড়ে চলেছে৷

এই প্রবণতা সত্যি হলে চলতি শতাব্দীর শেষে তাপমাত্রা ১.১ থেকে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে৷ কার্বন নির্গমনের মাত্রার উপর এর তীব্রতা নির্ভর করছে৷ তবে এই প্রবণতার পেছনে শুধু মানবজাতির কার্যকলাপ কাজ করছে না, পৃথিবী ও সূর্যের মধ্যে সম্পর্কের কিছু বিষয়ও এর অন্যতম কারণ৷

এসবি/জেডএইচ (এএফপি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.