৫১৯ কোটি টাকার ক্ষতি করেছে ইঁদুর

জুন ১১, ২০১৩

2012-10-04-11-24-21-506d71e583352-motiya-chowdhuryঢাকা জার্নাল: : ২০১১-১২ অর্থবছরে ইঁদুর দুই লাখ ৭৩ হাজার ৯০০ মেট্রিক টন ধান ও গমের ক্ষতি করেছে। যার বাজার মূল্য ৫১৯ কোটি ৬৫ লাখ টাকা। সংসদে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কথা জানান।

মঙ্গলবার সংসদ সদস্য এম এ লতিফের টেবিলে উত্থাপিত অন্য এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন সংসদে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে বিভিন্ন ফসলের ১৯৪টি বীজ গুদাম ও ১১৩টি সার গুদামসহ ৩০৭টি গুদাম আছে।”

তিনি বলেন, “এ সব বীজ গুদামের ধারণক্ষমতা একলাখ ৫৩ হাজার ৬৮২ মেট্রিক টন। আর সার গুদামের ধারণক্ষমতা একলাখ ৫২ হাজার ৬৩০ মেট্রিক টন।”

মতিয়া চৌধুরী বলেন, “চলতি অর্থবছরে সবুজ পাতায় অন্তর্ভুক্ত বিএডিসিয়ের ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আরও ১৪টি সার গুদাম নির্মাণের প্রস্তাব করা হয়েছে।”

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এ পর্যন্ত ৫৭টি উচ্চ ফলনশীল ও ৪টি হাইব্রিড ধানের জাত উদ্বোধন করেছেন।”

ঢাকা জার্নাল, জুন ১১, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.