২৯ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি দিবস

অক্টোবর ২২, ২০১৩

125560745320091015_0ঢাকা জার্নাল: আগামী ২৯ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি দিবস। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এই দিবসে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

মঙ্গলবার সন্ধ্যায় সমাজকল্যাণ মন্ত্রণালয় জানায়, প্রতিবছরের ন্যয় এবারও বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন করবে সরকার। এ বছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- সাদাছড়ি- বাড়ায় নিরাপত্তা, দেখায় পথ।

প্রতিপাদ্যকে সামনে রেখেই দিবসটি পালনের কার্যক্রম হাতে নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই দিবসটি পালন করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় আরো জানায়, বিশ্ব¦ স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার প্রায় শতকরা ১০ ভাগ লোক প্রতিবন্ধী। এদের মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিও রয়েছে।

দিবসের তাৎপর্য ও গুরুত্ব সর্বসাধারণকে অবহিত করার জন্য প্রচারের ব্যবস্থা নিতে বিভিন্ন মিডিয়াকে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

ঢাকা জার্নাল, অক্টোবর ২২, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.