২৮ সদস্যের মন্ত্রিসভার গেজেট প্রকাশ

নভেম্বর ২১, ২০১৩

secretaria.02.colectionঢাকা জার্নাল: নির্বাচনকালীন অন্তর্বতী সরকারের মন্ত্রিসভার সদস্য ২৮ জন। বৃহস্পতিবার বিকেলে ২১ জন মন্ত্রী ও ৭ জন প্রতিমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত করে মন্ত্রিপরিষদ সচিব বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়। পাশাপাশি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

  • মন্ত্রিসভার সদস্য ২৮ জন

  • মন্ত্রী ২১ জন

  • প্রতিমন্ত্রী ৭ জন

নবগঠিত মন্ত্রিসভায় আবুল মাল আব্দুল মুহিতকে অর্থমন্ত্রণালয়, আমির হোসেন আমুকে ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা, তোফায়েল আহমেদকে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত, বেগম মতিয়া চৌধুরীকে কৃষি, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়, এ কে খন্দকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশেদ খান মেননকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বেগম রওশন এরশাদকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়, রমেশচন্দ্র সেনকে খাদ্য মন্ত্রণালয়, জি এম কাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়, হাসানুল হক ইনুকে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, এ বি এম রুহুল আমিন হাওলাদারকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, আনিসুল ইসলাম মাহমুদকে পানি সম্পদ মন্ত্রণালয়, নুরুল ইসলাম নাহিদকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শাহজাহান খানকে নৌ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, লতিফ সিদ্দিকীকে বস্ত্র, পাট, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, হাছান মাহমুদকে বন ও পরিবেশে মন্ত্রণালয়, মুজিবুল হককে ধর্ম ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া প্রতিমন্ত্রী মুজিবুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, দীপঙ্কর তালুকদারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এডভোকেট কামরুল ইসলামকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মুন্নুজান সুফিয়ানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রমোদ মানকিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শামসুল হক টুকুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সালমা ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ দেয়া হয়েছে।

ঢাকা জার্নাল, নভেম্বর ২১, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.