১৭২ জনের প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি

ডিসেম্বর ২, ২০১৫

15ঢাকা: আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদের জন্য দল সমর্থিত প্রার্থীদের প্রত্যয়নপত্র বিতরণ কার্যক্রম দ্বিতীয় দিনের মত শুরু করেছে বিএনপি। গতকাল ঢাকা ছাড়া দেশের অন্য বিভাগগুলোতে মোট ১৭২টি পৌরসভার প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। আজ (বুধবার) সব প্রত্যয়নপত্র দেয়া শেষ হবে।

বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচনে জোটগত কৌশলগ্রহণ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তহয়নি। আগামী ৫ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে প্রত্যয়নপত্র বিতরণ শুরু হয়েছে। পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কারা, তা ইসিকে জানানোর দায়িত্বে অর্থাৎ প্রত্যয়নকারীর দায়িত্বে রয়েছেন দলের যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান।

প্রত্যয়নপত্র বিতরণ শুরুর পর এক সংবাদ সম্মেলনে শাহাজাহান বলেন, ‘এই নির্বাচনকে আমরা রাজনৈতিক চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো নির্বাচনে থাকার।’ সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি ভূমিকা রাখবে বলেও আশা করছেন তিনি।

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর চলতি বছর ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে কারচুপির অভিযোগ তুলে মাঝপথে নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত তিন প্রার্থী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। ২৩৬ পৌরসভায় অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.