হামলার ঘটনায় নির্মোহ তদন্ত এবং হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-

অক্টোবর ২৪, ২০১৫

শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় সিপিবি নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন
হামলার ঘটনায় নির্মোহ তদন্ত এবং হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
গতকাল ইসলাম ধর্মমতাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান আশুরায় পুরান ঢাকার চারশত বছরের ঐতিহ্যবাহী হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল করার সময় জঙ্গী গোষ্ঠীর বোমা হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। হামলার ঘটনার প্রেক্ষিতে আজ ২৪ অক্টোবর ২০১৫ বিকেল ৪টায় কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্য ছিলেন- সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, খান আহসান হাবীব লাভলু, ঢাকা কমিটির সম্পাদকম-লীর সদস্য জাহিদ হোসেন খান, সুকান্ত শফি কমল, ঢাকা কমিটির সদস্য আবিদ হোসেন, মোর্শেকুল ইসলাম শিমুল, মানবেন্দ্র দেব। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভ।

নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন এবং লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনের সাথে কথা বলেন, নেতৃবৃন্দ এসময় ঘটনার নির্মোহ তদন্ত ও ঘটনার সাথে জড়িত ব্যক্তি/গোষ্ঠীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে নেতৃবৃন্দ নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা বাহিনীর ভূমিকায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন, এধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে এবং একটি সংঘবদ্ধ প্রতিক্রিয়াশীল চক্র এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে দাবি করেন। ঘটনার সঙ্গে সাম্রাজ্যবাদী দেশসমূহের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.