হানিফের বাসায় বোমা হামলা
ঢাকা জার্নালঃ শনিবার বিকালে আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফের বাড়ি লক্ষ্য করে তিনটি হাতবোমা ছোড়া হয়েছে। এই বোমাগুলো ছোড়া হলেও এগুলো বিস্ফোরিত হয়নি বলে পুলিশ জানিয়েছে।গুলশানে বাড়িতে বোমাহামলার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বাড়িতে ছিলেন না।
হানিফ বলেন, “তিনটি ককটেল ছোড়া হয়েছে। তবে বাসায় তখন কেউ ছিল না। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
তিনটি হাতবোমাই অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয় বলে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
গুলশান বিভাগের উপ কমিশনার লুৎফুল কবীর জানান, ককটেলসদৃ্শ তিনটি বস্তু তিনটি বাসার ভেতরে ছুড়ে মারা হয়, যা পুলিশ গিয়ে উদ্ধার করে।
ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ কমিশনার সানোয়ার হোসেন জানান, তারা ওই তিনটি বস্তু উদ্ধার করে নিয়ে আসে।
“এসবের ভেতর বিস্ফোরক আছে কি না, তা পরীক্ষা না করে বলা যাচ্ছে না,” বলেন তিনি।
সাম্প্রতিক সময়ে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও ঢাকায় কোনো রাজনীতিকের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা এটাই প্রথম।
শুক্রবার সন্ধ্যায় খুলনায় ভারতের হাই কমিশনারের গাড়ির কাছে তিনটি হাতবোমা বিস্ফোরিত হয়। তার ২৪ ঘণ্টার মধ্যে হানিফের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হল।