স্ত্রীকে পেটালেন অনন্ত, থানায় বর্ষার জিডি
ঢাকা জার্নাল: অভিনেতা অনন্ত জলিল তার স্ত্রীকে পিটিয়েছেন এমন অভিযোগ করেছেন তারই ছবির নায়িকা এবং স্ত্রী বর্ষা। এ ব্যাপারে শুক্রবার রাতে থানায় একটি জিডি করেন বর্ষা।
অনন্ত-বর্ষা’র সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র জানায়, শুক্রবার রাতে বর্ষাকে শারিরীক নির্যাতন করার পরই মোহাম্মদপুর থানায় এসে অনন্তের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন আফিয়া নুসরাত বর্ষা। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানা পুলিশও।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, ‘‘ শুক্রবার রাত ১২টার দিকে অনন্তের বিরুদ্ধে তার স্ত্রী বর্ষা থানায় এসে জিডি করেন।’’
জিডিতে মারধরের কথা উল্লেখ রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা তাদের পারিবারিক বিষয়। পারিবারিক বিভিন্ন ঝামেলার কথা উল্লেখ রয়েছে।’’
তবে সূত্রটি জানিয়েছে, জিডিতে বর্ষা উল্লেখ করেছেন, অভিনেতা অনন্ত প্রায়ই তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করেন।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, বর্ষা থানায় আসার কিছুক্ষণ পরই তার স্বামী অনন্ত থানায় এসে জিডি প্রত্যাহারের আবেদন জানান। কিন্তু বর্ষা জিডি প্রত্যাহার করতে অসম্মতি জানান। এরপরে রাত সাড়ে ১২টার দিকে তারা একসঙ্গে থানা থেকে বের হন।
২০১১ সালের ২৩ সেপ্টেম্বরে অনন্ত-বর্ষার বিয়ে হয়। বর্ষা অনন্তের একাধিক ছবিতে অভিনয় করেছেন।