স্কুলছাত্রী হত্যা মামলা দুজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

নভেম্বর ৩, ২০১৫

31নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্কুলছাত্রী তানিয়া হত্যা মামলায় দুইজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- খোকন মিয়া ও মোহর চাঁন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সফর আলী, নূরে আলম ও মনির হোসেন।

মামলায় তারা মিয়া নামের একজন অভিযুক্ত থাকলেও তিনি মারা গেছেন।
আদালতের পিপি রাকিব উদ্দিন রকিব জানান, ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে রেবতি মোহন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তানিয়া আক্তার বাড়ির বাইরে গেলে আসামিরা তানিয়াকে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করে। পরদিন লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তানিয়ার মামা ফারুক মিয়া বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করে। আদালত পরে ছয়জনকে অভিযুক্ত করেই চার্জশিট প্রদান করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.