সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি

অক্টোবর ২৪, ২০১৩

bnpঢাকা জার্নাল: শর্তসাপেক্ষে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার বিকেলে ওই সমাবেশ ডেকেছে বিরোধী দলীয় জোট।

ডিএমপির পক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় এ অনুমতি দেওয়ার কথা জানানো হয়।

এর আগে সকালে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি ডিএমপি কমিশনারের কার্যালয়ে পৌছে দেন বিএনপি অফিসের ‍প্রবীণ কর্মচারী রুস্তম। এরপর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আরও একটি আবেদনপত্র নিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান।

সেখান থেকে বেরিয়ে ফারুক বলেন, সমাবেশের অনুমতি পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

এর আগে ২৫ অক্টোবর শুক্রবার নয়াপল্টন, পল্টন ময়দান অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত ২০ অক্টোবর ডিএমপিতে আবেদন করে বিএনপি। কিন্তু পরদিন ২১ অক্টোবর থেকে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি।

বিএনপিকে শুক্রবার সমাবেশ করার অনুমতি দেওয়ার সঙ্গে কিছু শর্তও জুড়ে দেয় ডিএমপি।

এসব শর্তের মধ্যে রয়েছে সমাবেশস্থল ও এর আশপাশে পরিচয়পত্রসহ নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োগ, সীমিত মাইক ব্যবহার, বিকেল পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করা, আশপাশের রাস্তায় যানবাহন চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা ইত্যাদি।

কর্তৃপক্ষ যেকোনো সময় অনুমতির আদেশ বাতিল করতে পারবে বলেও জানানো হয় ডিএমপির পক্ষে।

ঢাকা জার্নাল, অক্টোবর ২৪, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.