সোমবার সারাদেশে জামায়াতের হরতাল

জানুয়ারি ৩১, ২০১৪

download (1)জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

শুক্রবার সন্ধ্যায় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মোঃ ইব্রাহিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার রায়ে বৃহস্পতিবার দুপুরে মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন চট্টগ্রামের একটি আদালত। এ রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীমসহ মোট ১৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। একই সঙ্গে অস্ত্র আইনের মামলায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডও দেন আদালত।

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়।

নতুন সরকার ক্ষমতায় আসার পর এটাই কোনো দলের ডাকা প্রথম হরতাল। গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১২ জানুয়ারি নতুন সরকারের মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে। গত ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক বসে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.