সাভারে ভবন ধসের ঘটনায় জাতীয় শোক দিবসে ছুটি না দেওয়ায় খালেদার ক্ষোভ
ঢাকা জার্নাল: সাভারে ভবন ধসের দিন জাতীয় শোক দিবসের ঘোষণা করা হলেও সাধারণ ছুটি ঘোষণা না করায় অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া।
শনিবার বিকেলে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
সাভারে ভবন ধসের ১১তম দিনে সরকারকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, “সাভারে ভবন ধসের দিন জাতীয় শোক ঘোষণা করেছেন, কিন্তু এতো বড় ঘটনায় সেদিন সাধারণ ছুটি কেন ঘোষণা করা হলো না জাতি তা জানতে চায়।
সাভারে ভবন ধসে জড়িতদের শাস্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সরকারের পদত্যাগ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তৃতা করেন।
ঢাকা জার্নাল, মে ৪, ২০১৩