সাউথ সাউথ পুরস্কার জনগণের

সেপ্টেম্বর ৩০, ২০১৩

download (1)ঢাকা জার্নাল: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দেওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে ৮ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। তিনি এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে (ই-কে ৫৮৬) ঢাকা আসেন।

এরপর বিমানবন্দরে প্রেস কনফারেন্সে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, `অর্থনৈতিক বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে আছে। খাদ্য নিরাপত্তায়, দারিদ্র্যর বিমোচন এগিয়েছি। দারিদ্র্যকে আমরা ২৬ ভাগের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।`

তিনি বলেন, `শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ ভাগ ভর্তি নিশ্চিত করতে পেরেছি। মহাজোট ক্ষমতায় আসার পর প্রতিটি ক্ষেত্রে অর্জন রয়েছে।’

বিশ্ব দরবারের প্রত্যেকেই বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, `বিশ্ব দরবারে বাংলাদেশ এখন রোল মডেল। বাংলাদেশ থেকে আমরা যে আন্তর্জাতিক সম্মান অর্জন করেছি, তা ধরে রাখতে হবে। সাউথ সাউথ পুরস্কার বাংলাদেশের জনগণের।`

২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশে সন্ত্রাস-দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার জন্য জনগণকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি হিসেবে ‘সাউথ-সাউথ অ্যাওয়ার্ড’ পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কো-অপারেশনের প্রেসিডেন্ট ফ্রান্সিস লরেঞ্জা প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন।

প্রেস কনফারেন্স শেষে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ভিভিআইপি টার্মিনালের বাইরে এসে সেখানে উপস্থিত নেতাকর্মী-সমর্থকদের অভিনন্দন গ্রহণ করেন তিনি। মিনিট দুয়েক সেখানে অবস্থানের পর গাড়িবহর নিয়ে গণভবনের উদ্দেশে রওয়ানা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে ভিভিআইপি টার্মিনালে নামার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ অনেকে দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সভাপতি শেখ ফজলুল করিম সেলিম, সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার প্রমুখ।

জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পর সোমবার দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে বের হয়ে ক্যান্টমেন্টের ভেতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে বিজয় সরণি হয়ে গণভবনে যান তিনি। গণভবনে যাওয়ার পর সংসদে যাওয়ার কথা রয়েছে তার।

২৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনের উন্নয়ন বিতর্কে অংশ নিয়ে বাংলা ভাষায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২০ মিনিটব্যাপী বক্তব্যে নিজের দেশের অর্থনীতি-রাজনীতিসহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন তিনি।

অধিবেশনের বাইরে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ৩০, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.