শেওড়াপাড়ায় ৮ ককটেল বিস্ফোরণ

অক্টোবর ২৫, ২০১৩

cocktil-file-photo-SM20131025041143ঢাকা জার্নাল: রাজধানীর শেওড়াপায় ৭ থেকে ৮টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা। ককটেলে বিষ্ফারণের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে হটাৎ করে শেওড়াপাড়া ওভারব্রিজের নিকট একটি গলি থেকে ৭/৮টি ককটেলের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কিছুক্ষণ পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ওই গলিতে যায়। এ সময় সেখান থেকে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ইস্রাইল আলম রানা নামের একজনকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনার সঙ্গে রানার জড়িত থাকার কোন প্রমাণ না পেয়ে তাকে ছেড়ে দেয়।

স্থানীয় যুবলীগ নেতা মাহাবুর রহমান বাংলানিউজকে বলেন, যে গলির মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটেছে সেখানে রানাকে পাওয়া যায়। এ কারণে তাকে আটক করা হয়েছিল। পরে সে লেদের দোকানের কর্মচারী নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ঢাকা জার্নাল, অক্টোবর ২৫, ২০১৩,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.