শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত টানা হরতাল
ঢাকা জার্নাল: আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা হরতালের ঘোষণা করেছে সেক্টর কমান্ডারস ফোরাম,ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আগামী ৬ মার্চে হেফাজাতে ইসলামের ডাকা ঢাকা মুখি লংমার্চ প্রতিরোধ ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই হরতাল আহবান করা হয়।
দিয়েছে যৌথ ভাবে এই হরতাল আহবানের মধ্য দিয়ে দেশে এই প্রথম শুক্রবার এবং সন্ধ্যার পর হরতাল শুরুর নজির সৃষ্টি হতে যাচ্ছে।
আগামী ৬ এপ্রিলের ঢাকামুখী লংমার্চ সফল করতে সরকারের সহায়তা চেয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।তারা সরকারকে হুঁশিয়ার করে বলেছে,লংমার্চে বাধা দিলে বা বানচালের চেষ্টা হলে, সারা দেশে আগুন জ্বলবে।
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসেন কাশেমী সরকারের উদ্দেশে বলেন,বাধা বা লংমার্চ বানচালের ষড়যন্ত্র করা হলে যে পরিস্থিতির সৃষ্টি হবে,তার দায় সরকারকেই নিতে হবে।
ঢাকা জার্নাল, মার্চ ৩, ২০১৩