শার্শায় মা ফাতিমার জন্মদিন উপলক্ষে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত
ইয়ানুর রহমান, শার্শা (যশোর), ঢাকা জার্নাল: শার্শায় ইমাম মাহদি (আঃ ফাঃ) ফাউন্ডেশন’র উদ্যোগে ২০তম জমাদিউস সানি বিশ্ব মুসলিম নারী দিবস পালনের আহবান জানানো হয়েছে।
নারীকুল সিরমোনি হযরত ফাতেমা (সাঃ আঃ) এর পবিত্র জন্মদিন উপলক্ষে নারী দিবস পালনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে শার্শা অডিটোরিয়ামে আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আঞ্জুমানে মোবালে¬গিন জাফরিয়ে বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলার প্রধান উপদেষ্টা মোঃ ইকবাল হোসেন শান্তি। আরো বক্তব্য রাখেন, শিক্ষক আনোয়ারুল ইসলাম, মুকুল হোসেন ও মুরাদ হোসেন প্রমুখ।
বক্তরা মা ফাতিমার জীবনী নিয়ে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পরে শার্শা অডিটোরিয়াম থেকে প্রায় কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু র্যালী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
ঢাকা জার্নাল, ৩ মে, ২০১৩
ইআর/এসএম