শাকিলার আপত্তি

জুন ৫, ২০১৩

3653951157_09168274c9_zঢাকা : দেশের শিল্পীদের জন্য এখন চলছে বিদেশে গিয়ে শো করার মৌসুম। কিন্তু এখন যেভাবে এই শোগুলো হচ্ছে সে ব্যাপারে আপত্তি রয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিলা জাফরের।

শাকিলা বলেন, ‘আমরা মূলত বাইরে গিয়ে শো করি আমাদের দেশের অ্যারেঞ্জারদের তত্ত্বাবধানে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা শিল্পীদের নিয়ে যান যন্ত্রশিল্পী ছাড়া। ফলে দেশে অভ্যস্ত হয়ে যাওয়া যন্ত্রশিল্পীদের ছাড়া ওখানে গান করতে গিয়ে শিল্পীরা বেকায়দায় পড়েন। সুন্দরভাবে নিজেদের গান শ্রোতার কাছে পৌঁছাতে পারেন না। কখনো কখনো দেওয়া হয় একেবারে আনাড়ি যন্ত্রীদের। আবার কখনো গাইতে হয় ট্র্যাকের ওপর, যা একজন সত্যিকারের শিল্পীর জন্য খুবই কষ্টের। এতে শিল্পীদের নিজেদের পুতুল মনে হয়।’

তিনি আরো বলেন, ‘পাশের দেশ ভারত থেকে যখন শিল্পীদের নেওয়া হয় তখন কিন্তু ঠিকই ১৫-২০ যন্ত্রশিল্পী নিয়ে যান অ্যারেঞ্জাররা। অথচ আমাদের ক্ষেত্রে তা হয় না। আর এসবের কারণে আমি এখন দেশের বাইরে খুব একটা শো করি না। সব কিছু নিশ্চিত হলে তবেই যাই।’

উল্লেখ্য, ২০১১ সালের শুরুতে প্রকাশিত হয় শাকিলা জাফরের সর্বশেষ অ্যালবাম ‘লাবণ্য পূর্ণ প্রাণ’ (রবীন্দ্রসংগীত)।

কিছুদিন ধরে স্টেজ, প্লেব্যাকসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.