শতবর্ষী হজযাত্রী

অক্টোবর ৫, ২০১৩

Hazi-bg20131005104711
প্রতিবেদনের শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই! সত্যি সত্যি একশ’ বছর বয়সেও হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এসেছেন তিন ভারতীয় নাগরিক।

শতবর্ষী এই হজযাত্রীরা হলেন, ভারতের হরিয়ানা প্রদেশের নাগরিক ইসমাঈল (১০৭), গুজরাটের হাওয়া বিবি শেখ (১০২) এবং উত্তর প্রদেশের ইলিয়াস (১০০)।

শুক্রবার ভারতের কনসাল জেনারেল ফাইয়ায আহমেদ বাংলানিউজকে বলেন, তারা তিনজনই ভালো আছেন এবং সঠিকভাবে হজ করতে প্রস্তুত। মক্কায় নিযুক্ত ভারতীয় মেডিকেল টিম নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। একটি টিম নিয়মিত তাদের স্বাস্থ্যের খোঁজও খবর নিচ্ছেন।

এবছর মোট এক লাখ ৩৬ হাজার ২০ জন ভারতীয় নাগরিক হজ করার কথা রয়েছে। এর মধ্যে শুক্রবার পর্যন্ত মারা গেছেন ৩৫ জন। এর মধ্যে ২৩ জন মারা যান মক্কায়, অপর ১২ জন মদীনায়।

এদিকে বাংলাদেশ হজ মিশনে সংরক্ষিত ডাটাবেজের তথ্যানুযায়ী, বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া সবচেয়ে প্রবীণ ব্যক্তি হলেন, টাঙ্গাইল জেলার মাধবপুর উপজেলার মো. হায়দার আলী (৯৬)। তার পাসপোর্ট নম্বর AF6534975। তিনি ব্রাইট ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গত ২৭ সেপ্টেম্বর সৌদিতে পৌঁছেন। তার পরে প্রবীণ হজযাত্রীর তালিকায় আছেন চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার মোহাম্মদ ইউসুফ জামাল (৯৫)। তার পাসপোর্ট নম্বর AF2925184।

তবে এবছর চট্রগ্রাম এয়ার ইন্টান্যাশনাল নামের একটি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ইউসুফ জামালের হজ করার কথা থাকলেও তিনি এখনো সৌদি আরবে পৌঁছান নি।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে যাওয়া অধিকাংশ হজযাত্রীর বয়স ৫০ বছর থেকে ৮৫ বছরের মধ্যে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.