লালবাগ থেকে আল্লামা শফীসহ চার নেতাকে আটক
ঢাকা জার্নাল: দুপুর ৩টা পঁচিশ মিনিটে লালবাগ মাদ্রাসা থেকে হেফাজত আমির আল্লামা শফীসহ চার নেতাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, দুপুর তিনটার দিকে লালবাগ মাদ্রাসা থেকে শফীকে আটক করে পুলিশ।
তবে পুলিশ জানিয়েছে, আল্লামা শফী নিজ উদ্দ্যেগেই চট্টগ্রাম যেতে চেয়েছেন। আল্লামা শফীকে আটক করা হয়নি বরং বিশেষ নিরাপত্তায় তাকে চট্টগ্রামে পৌছে দেয়া হচ্ছে।
এর আগে লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ একদল পুলিশ নিয়ে লালবাগ মাদ্রাসায় যান।তারা বেশ কয়েক ঘণ্টা ধরে সেখানে অবস্থান করেন। হেফাজত নেতারা অভিযোগ করেছেন, তাদের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন করার কথা থাকলেও পুলিশি বাধার কারণে তারা তা করতে পারেননি। সেখানে থাকা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।