রুয়েটে অনুষ্ঠিত হল রোবট দৌড়

সেপ্টেম্বর ২৮, ২০১৩

RUET_Robo_runখন্দকার মারছুছ, ঢাকা জার্নাল: সাধারণ ভাষায় বলা চলে এটা এক দৌড় প্রতিযোগিতা। মানুষের না, রোবটের দৌড় প্রতিযোগিতা। ২৭ শে সেপ্টেম্বর ২০১৩ রোবোটিক সোসাইটি অফ রুয়েটের আয়োজনে রাজশাহী প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল রোবোরান অ্যান্ড আইডিয়া কনটেস্ট ২০১৩।

রোবোরানে অংশগ্রহণ করে রুয়েটিয়ানদের আটটা টিম। প্রতিযোগিতায় নির্দিষ্ট র্ট্যাক স¤পূর্ণ করার চেষ্টা করে আটটা লাইন ফলোয়িং রোবট। অপরদিকে ছিল পোষ্টার প্রেজেন্টেশনের মাধ্যমে ছিল আইডিয়া কনটেস্ট। যেখানে প্রতিযোগিরা উপস্থাপন করেন মেকাট্রনিক্স বেসড আইডিয়া। রোবোরান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন , প্রথম রানার আপ অ্যান্ড দ্বিতীয় রানার আপ স্থান লাভ করে যথাক্রমে
টিম ট্রুপার, টিম কারিগর ও টিম ফোনিক্স। অপরদিকে আইডিয়া কনটেস্টে আধুনিক ডোর লকিং সিস্টেমে উপর আইডিয়া প্রেজেন্ট করে প্রথম স্থান অধিকার করে টিম অবলিভিয়ন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে টিম সিগমা ও টিম ফুল প্রুফ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোবোটিক সোসাইটি অফ রুয়েটের সভাপতি ড. রোকুনুজ্জামান রানা, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, যন্ত্রকৌশল বিভাগের লেকচারার অমিত রায় এবং ক¤িপউটার প্রকৌশল বিভাগের লেকচারার রেজওয়ান তৌফিক।

প্রতিযোগিতা আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল ¯পিডিটেক। এ প্রতিযোগীতা সম্পর্কে রুয়েটের উপাচার্য মর্ত্তুজা আলী জানান, একসময় আমরা দৌড় প্রতিযোগীতায় অভ্যস্ত ছিলাম, কিন্তু এই ডিজিটাল যুগের তরুন প্রযুক্তিবিদরা রোবট দিয়ে যে দৌড় প্রতিযোগিতা দেখাল, সত্যিই প্রশংসার যোগ্য চতুর্থ বর্ষের যন্ত্র কৌশল বিভাগের ছাত্র আশিকুর রহমান অমিত জানান “এ ধরনের প্রতিযোগীতা রোবট শিল্পে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিবে।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ২৮, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.