‘রানা রঙ বদলিয়ে সরকারের থেকে সুযোগ-সুবিধা নিয়েছে’
ঢাকা জার্নাল: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রানা প্লাজার মালিক সোহেল রানা একজন দুর্বৃত্ত। তাই, সে সবসময় সরকারের কাছ থেকে রঙ বদলিয়ে সুযোগ-সুবিধা নিয়েছে। রানা দুর্বৃত্ত না হলে তাকে কেন খুঁজে পাওয়া যাবে না!
রোববার দুপুরে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব-এর প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
তিনি বলেন, “তৈরি পোশাক খাতে আইন-শৃঙ্খলার প্রয়োগ দুর্বল। তবে এর উন্নয়নে পোশাক খাতের ওপরে একটি জরিপ হওয়া জরুরি, যার মাধ্যমে সরকার কারখানাগুলোর সার্বিক চিত্র জানতে পারবে।”
এসময় অর্থমন্ত্রী পদ্মাসেতুর প্রসঙ্গ তুলে বলেন, “খুব শিগগিরই এর দরপত্র আহ্বান করা হবে।”