শীর্ষ সংবাদ

রানা এখন ঢাকায় ….

imagesঢাকা জার্নাল: রানা প্লাজার মালিক সোহেল রানা এখন ঢাকায়। বেনাপোল থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে  পুরনো এয়ারপোর্টের তাকে নিয়ে আসা হয়। এর পরেই তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

সোহেল রানা গ্রেপ্তারের খবর পেয়ে রাজধানীর পুরনো এয়ারপোর্টের সামনে জড়ো হন গণমাধ্যমকর্মীরা।

 

রানার পরনে ছিল সাদা-কালো প্রিন্টেড শার্ট ও কালো প্যান্ট।  হাতকড়া অবস্থায় হেলিকপ্টার থেকে নামানোর পরপরই তাকে র‍্যাব এর একটি গাড়িতে তোলা হয়। এসময় রানাকে কিছুটা বিমর্ষ মনে দেখাচ্ছিলো।

র‍্যাব এর কর্ণেল জিয়াউল আহসান জানান, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রানাকে নিয়ে বেনাপোল থেকে ঢাকায় উদ্দেশ্যে রওনা দেয় র‍্যাব।

বুধবার ভবন ধসে পড়া ভবনটির মালিক সাভার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা। সংখ্যালঘু একজনের জমি দখল করে ভবনটি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ আছে, ভবনটি ধসের পর বেইজমেন্ট থেকে রানাকে উদ্ধার করেন সেই এলাকার সংসদ সদস্য মুরাদ জং। তারপর থেকেই পলাতক ছিলেন তিনি। রোববার তাকে ধরতে খুলনার সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ। ভারতে পালিয়ে যাবার সময় দুপুরে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.