রাজধানীতে হেরোইন, জাল ডলারসহ আটক ৪

জুন ২১, ২০১৩

RAB-bg20130620234337ঢাকা জার্নাল: রাজধানীর উত্তরা থেকে দুই কেজি হেরোইন, অবৈধ মুদ্রা ও গাড়িসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১।

আটককৃতদের মধ্যে একজন নাইজেরিয়ান নাগরিক, দুইজন নারী ও গাড়ি চালক রয়েছেন। স্থানীয় নারীদের ব্যবহার করে তারা বহুদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল বলে র‌্যাব জানায়।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত বাংলানিউজকে জানান, অভিযান কালে ডিএইচএল’র মাধ্যমে চক্রটির দেশের বাইরে পাঠানো হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো নাইজেরিয়ান নাগরিক অনিকা গডসন বামালো (৩৫) তার গাড়িচালক আবুল কাশেম(৫২), পায়েল বেগম(২৮) ও নীলিমা লাবণ্য (২৮)।
এদের রাজধানীর উত্তরা এবং রামপুরা বনশ্রী এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা র‌্যাবকে জানায়, তারা তৈরি কাপড়ের নমুনা বিদেশ পাঠানোর নামে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারত ও আফগানিস্তান থেকে হেরোইন এনে তা বিভিন্ন দেশে পাচার করতো।

হেরোইন ছাড়াও র‌্যাব এসময় তাদের কাছে ১৪৪টি বিয়ারের ক্যান, দুই বোতল বিদেশি মদ, তিন হাজার একশ জাল ইউএস ডলার, চারটি ল্যাপটপ উদ্ধার করে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের পক্ষে জানানো হয়েছে।

ঢাকা জার্নাল, জুন ২১, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.