যুক্তরাষ্ট্রে ৪ নৌসেনা বন্দুকধারীর গুলিতে নিহত

জুলাই ১৭, ২০১৫

US Killarঢাকা জার্নাল : যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর গুলিতে চার নৌসেনা নিহত হয়েছেন। পরে বন্দুকধারীরও নিহত হয়েছে।

টেনেসি রাজ্যের চাট্টানোগায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সামরিক বাহিনীর দুটি ভবনে হামলা চালিয়ে চার নৌসেনাকে হত্যা করে বন্দুকধারী।

বিবিসি অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

একজন স্থানীয় জেলা আইনজীবী জানিয়েছেন, এই হত্যাকাণ্ডকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ হিসেবে নিয়ে অনুসন্ধান করা হচ্ছে।

বন্দুকধারীর নাম ইউসুফ আবদুল আজিজ (২৪)। তিনি এফবিআইয়ের গুলিতে নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে, তিনি কুয়েতি নাগরিক।

প্রেসিডেন্ট বারাক ওবামা এই হত্যাকাণ্ডকে হৃদবিদারক হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, একজন বন্দুকধারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে আবদুল আজিজের পরিচয় সম্পর্কে জানানো হচ্ছে, তিনি কুয়েতি নাগরিক। কিন্তু কয়েক বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এ বছরের শুরুর দিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তাকে গ্রেফতার করে চাট্টানোগার পুলিশ।

ইউনিভার্সিটি অব টেনেসির একজন মুখপাত্র জানিয়েছেন, একই নামে একজন ছাত্র ২০১২ সালে বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তবে পুলিশের প্রাথমিক ধারণা, একাকী থাকার কারণে ভারসাম্যহীনতা তৈরি হওয়ায় আবদুল আজিজ হত্যার দিকে ঝুঁকে পড়েছে। বিস্তারিত তদন্তের পর বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে।

ঢাকা জার্নাল, জুলাই ১৭ , ২০১৫।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.