মিথ্যা তিন ধরণের

অক্টোবর ২৮, ২০১৩

images (4)ঢাকা জার্নাল: জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশারফ হোসাইন ভূঁইঞা জানান মিথ্যা তিন ধরণের। মিথ্যা, ডাঁহা মিথ্যা এবং পরিসংখ্যান ভিত্তিক মিথ্যা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ‘ন্যাশনাল স্ট্যাটিজি ফর দ্য ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসস্টিক (এনএসডিএস) পরিকল্পনা দলিল অনুমোদনের কথা বলতে গিয়ে জোকস ’র (কৌতুক) উধাহরণ দিয়ে এ তথ্য দেন তিনি।

তিনি আরো জানান, পরিসংখ্যানের গওরুত্ব বিবেচনা করেই জোকটা হয়েছে। জোকস’র উল্লেখ করে তিনি বলেন, নকল পরিসংখ্যানের মিথ্যার কথার গুরুত্ব দেন মন্ত্রি পরিষদ সচিব।

জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব উধাহরণ তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্ব অনেক বেশি। পরিসংখ্যানের ভূমিকা কি হবে তা বলা হয়েছে এই পরিকল্পনা দলিলে।

ঢাকা জার্নাল, অক্টোবর ২৮, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.