‘মাথাপিছু ঋণ ২৬ হাজার টাকা’

নভেম্বর ১২, ২০১৫

37সংসদ প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ ২৬ হাজার ১৫২ টাকা দাঁড়িয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী জানান, ২০০০-০১ অর্থবছরে মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ ছিল ৯ হাজার ১১৪ দশমিক ১৭ টাকা। গত ১৫ বছরে মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ প্রায় তিন গুন বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরে ব্যাংকে গচ্ছিত জনগণের আমানত দাঁড়িয়েছে ৭ লাখ ৪৬ হাজার ৩০০ কোটি টাকা, যা ২০০০-০১ অর্থবছরে ছিল ৮১ হাজার ৬০৪ কোটি টাকা। গত ১৫ বছরে ৮ গুণেরও বেশি আমানত বেড়েছে, যা ৮১৪ দশমিক ৫৩ শতাংশ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটায় অধিবেশন শুরু হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.