মাঠ প্রশাসন ঢেলে সাজাতে ৯ জেলায় নতুন ডিসি

অক্টোবর ৮, ২০১৩

download_2002ঢাকা জার্নাল: নির্বাচনকালীন সময়ে প্রশাসনকে গতিশীল রাখতে মাঠ প্রশাসন ঢেলে সাজাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নয় জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক উপসচিব আবু হেনা মোরশেদ জামানকে ফরিদপুর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক এস.এম আলমকে কিশোরগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সোহেল ইসলাম খানকে নোয়াখালী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক কাজী আশরাফ উদ্দীনকে পাবনা, দুর্নীতি দমন কমিশনের সচিবের একান্ত সচিব জি.এস.এম জাফরুল্লাহকে মাদারীপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে নেত্রকোনা, সভারেরর বিপিএটিসি’র উপ-পরিচালক এ.কে.এম শামিমুল হক সিদ্দিকীকে পিরোজপুর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব এ গাফফার খানকে নড়াইলের জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।

ঢাকা জার্নাল, অক্টোবর ৮, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.