মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হচ্ছেন চুমকি, বিকেলে শপথ

জুন ২, ২০১৩

chumki-sm-120130601124525ঢাকা জার্নাল: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে চলেছেন মেহের আফরোজ চুমকি এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এদিকে রোববার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা জানান বিকেলে একজন মন্ত্রীর শপথ নেদেন।

শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শূন্য পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা উত্থাপিত হলে প্রধানমন্ত্রী এই মনোভাব প্রকাশ করেন বলে সভা সূত্রে জানা যায়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী ৩০ এপ্রিল জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করলে পদটি শূন্য হয়।

মেহের আফরোজ চুমকি গাজীপুর-৫ আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা জার্নাল, জুন ০২, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.