মঙ্গলবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

ডিসেম্বর ১০, ২০১৩

hartal_9_jela_33847ঢাকা জার্নাল: ‘কসাই’ আব্দুল কাদেরকে বাঁচোতে মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে জামায়তে ইসলামী।

দলটির অভিযোগ সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে, সংবিধান, সুপ্রীমকোর্ট রুলস্‌ এবং জেলকোডের বিধান অবজ্ঞা করে আব্দুল কাদের মোল্লাকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করছে।

প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সরকার সংবিধান, সুপ্রিম কোর্ট রুলস্‌ ও জেলকোড লংঘন করে দ্রুত আব্দুল কাদের মোল্লাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোমবার দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ উপায়ে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। আমরা দেশবাসীকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই।

আমরা আশা করেছিলাম, সরকার তার ষড়যন্ত্র বাস্তবায়ন করার অপচেষ্টা চালানো থেকে বিরত থাকবে। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ ওয়েব সাইট ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচিত হচ্ছে যে, সরকার দ্রুত আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করতে চায়। এমনকি মঙ্গলবার রাতেও এ রায় কার্যকর হতে পারে মর্মে বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ৯, ২০১৩।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.