বিপিএলে কোন দলের কত খরচ

অক্টোবর ২৮, ২০১৫

06ক্রীড়া ডেস্ক : ছয়টি দল নিয়ে ২২ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর। তার আগে ২১ নভেম্বর হবে জমকালো উদ্বোধনী। ইতিমধ্যে দলগুলো তাদের খেলোয়াড় নির্বাচন করেছে। নিলামের মাধ্যমে অধিকাংশ খেলোয়াড় দলে ভেড়ালেও কেউ কেউ ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও বেশ কিছু খেলোয়াড় দলে টেনেছে।

মূল বিষয় হচ্ছে এই খেলোয়াড় দলে ভেড়াতেই সবচেয়ে বেশি খরচ করতে হচ্ছে এক একটি দলকে। বিপিএলের এই আসরে ছয়টি দল তাদের খেলোয়াড়দের জন্য ইতিমধ্যে ৩১ কোটি টাকা খরচের হিসাব দেখিয়েছে। একটি সূত্র থেকে তেমনটিই জানা গেছ।

খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি খরচ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর সবচেয়ে কম করেছে বরিশাল বুলস। বিদেশি খেলোয়াড় কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেছে রংপুর রাইডার্স। আর দেশি খেলোয়াড় কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচের তকমাটা গায়ে মেখেছে বরিশাল বুলস।

চলুন দেখে নিই দলগুলোর খরচের তালিকা :

দল                           দেশি খেলোয়াড়           বিদেশি                মোট (টাকা)

কুমিল্লা ভিক্টোরিয়ানস        ২.১৮ কোটি+            ৩.২০ কোটি         ৫.৩৮ কোটি
ঢাকা ডায়নামাইটস           ১.৯৮ কোটি+           ৩.৩৬ কোটি          ৫.৩৪ কোটি
রংপুর রাইডার্স                ১.৭৮ কোটি+            ৩.৪৬ কোটি          ৫.২১ কোটি
চিটাগাং ভাইকিংস            ২.১৭ কোটি+            ২.৯৬ কোটি          ৫.১৩ কোটি
সিলেট সুপার স্টারস         ২.১২ কোটি+            ২.৯৬ কোটি          ৫.৮ কোটি
বরিশাল বুলস                 ২.২৪ কোটি+           ২.৭২ কেটি           ৪.৯৬ কোটি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.