বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

মে ১২, ২০১৩
news_1368345084PM POWERঢাকা জার্নাল:  সেচ প্রকল্পকে সৌরবিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়ে দেশের স্বার্থে সবাইকে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধেরও আহ্বান জানান তিনি। রোববার সকালে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখছিলেন তিনি।
তিনি বলেন, জ্বালানী খাতে গবেষণার জন্য এনার্জি রিসার্চ কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী, দেশবাসীকে গ্যাস ও বিদ্যুৎ খরচে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিদ্যুৎ বিল কমাতে চাইলে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের নানা উদ্যোগের কারণে বিদ্যুতের দৈনিক উৎপাদন ৬ হাজার ৩৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে এবং ৫ হাজার ৮৭৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন ৩৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এরই মধ্যে আরও ৪ হাজার ৬৯৯ মেগাওয়াট ক্ষমতার ২০টি বিদ্যুৎ কেন্দ্রের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি ১০ লাখ সোলার হোম সিস্টেম স্থাপন উদযাপন এবং ১০ লাখ পরিচ্ছন্ন চূলা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.