বিজিবি নামানোর নির্দেশ দেওয়া হয়েছে

অক্টোবর ২৪, ২০১৩

BGB-bgঢাকা জার্নাল: যে কোনো সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল ইসলাম টুকু। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এ তথ্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বিজিবি পুলিশ, র‌্যাব আনসার ও সচেতন দেশ প্রেমিক জনগণের সম্মিলিতভাবে নাশকতামূলক কর্মকা- প্রতিহতের দায়িত্ব রয়েছে।

তা ছাড়া যে কোন জায়গায় প্রেক্ষাপট বিবেচনা করে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন যান-মালের নিরাপত্তার ব্যবস্থা নেবে।

আনসার, র‌্যাব, পুলিশ, বিজিবি ও দেশ প্রেমিক জনগণের প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যে কোনো নাশকতা প্রতিহত করবেন।

বিরোধী দলের সমাবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, আঠারো দলীয় জোটের সমাবেশকে ঘীরে বিজিবি নামানো হচ্ছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী সম্মিলিতভাবে আইন-শৃখলা পরিস্থিতি রক্ষা করবে। যখনই প্রয়োজন হবে তখনই নামবে নির্দেশ দেওয়া আছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ এটিএন টাইমসকে জানিয়েছিলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অথবা উন্নয়নে যে কোন সময় বিজিবি নামানো হবে। এর জন্য সুনির্দিষ্ট সময় নেই। বিজিবি আইন-শৃঙ্খলা রক্ষার একটি অংশ।

ঢাকা জার্নাল, অক্টোবর ২৪, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.