বিকৃত নাচের আসর উচ্ছেদ করতে চাইলেন সাংসদ মনোরঞ্জন শীল

ফেব্রুয়ারি ২৬, ২০১৪

Danceঢাকা জার্নাল : কোনো মেলা-পার্বণ ছাড়াই দিনাজপুরের কাহারোলে ইনডোর গেম ও কালচারাল প্রোগ্রামের নামে চলছে অশোভন নাচ আর হাউজি-জুয়া, লটারির জমজমাট আসর।

সামাজিক পরিবেশে পড়ছে এর বিরূপ প্রভাব। নৈতিক অধঃপতনে যাচ্ছে তারুণ্য। হাউজি ও জুয়ার আসরে নিঃশেষ হচ্ছে সাধারণ মানুষ। ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। প্রশাসনও ঘুমিয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে ।

উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংসদও। সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘আমি চাই না অসামাজিক কার্যকলাপ আমার এলাকায় প্রদর্শিত হোক। কিন্তু তারা একটা কাগজ দেখিয়ে বলছে, হাইকোর্টের আদেশ বলে এগুলো চালাচ্ছে। এ প্রসঙ্গে আমি স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেছি। প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা না নিলে দু-এক দিনের মধ্যে আমি নিজেই স্থানীয় জনগণকে সাথে নিয়ে তা উচ্ছেদ করব।’

সাংসদ গোপাল বলেন, আশ্চর্যের বিষয় হচ্ছে, কাহারোলের রামপুর বটতলী বাজারসংলগ্ন ওই জায়গার মালিকও জানেন না তার জায়গায় অসামাজিক কার্যকলাপ চলছে। এসএসসি পরীক্ষা চলছে। এটাকে কেন্দ্র করে স্থানীয় ক্রাইম বেড়ে যাচ্ছে।

জেলা পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ‘আমিও অভিযোগ পেয়েছি। কিন্তু বিষয়টি জেলা প্রশাসকের আয়ত্তে রয়েছে। জেলা প্রশাসক চাইলে আমি আধা ঘণ্টার মধ্যে সব ভেঙে দেব।’

দিনাজপুরের জেলা প্রশাসক বলেন, যাত্রার অনুমতি আমরা দিতে পারি। কিন্তু কোনো অসামাজিক কার্যকলাপ বা জুয়া-হাউজি-লটারির অনুমোদন দেওয়ার অধিকার আমাদের নেই। কিন্তু যাত্রার অনুমতি নিয়ে অসামাজিক কার্যকলাপসহ অন্যায় কাজ চালানোর অভিযোগ পেলেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এ ক্ষেত্রেও এমন ঘটলে আমরা ব্যবস্থ নেব।’

আয়োজক তোফাজ্জলকে সরেজমিনে গিয়ে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। মুঠোফোনে তার সাথে কথা হয়েছে। তিনি বিষয়টি সরাসরি জানাতে চেয়ে বেশ কয়েকবার আসবেন বলেও আসেননি।

দিনাজপুর-বীরগঞ্জ মহাসড়কসংলগ্ন কাহারোলের রামপুর বটতলী বাজার এলাকায় বিশাল সুসজ্জিত গেটের তোরণে শোভা পাচ্ছে ‘মহামান্য হাইকোর্ট অনুমোদিত- বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের সৌজন্যে বিভিন্ন রকম ইনডোর গেম এবং কালচারাল প্রোগ্রাম চলিতেছে।’

পাশেই রয়েছে মাজার, মসজিদ ও মাদ্রাসা। চলছে এসএসসি পরীক্ষা। এ অবস্থায় কোনো উপলক্ষ ছাড়া এসব চলায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঢাকা জার্নাল, ফেব্রুয়ারি ২৬, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.